পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হল মালদায়। এই উপলক্ষে মঙ্গলবার মালদা জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই বেশকিছু উপভোক্তার হাতে আম, লিচু, কাঁঠাল, লেবু সহ বিভিন্ন ফলের চারাগাছ বিতরণ করা হয়। চারাগাছ বিতরণ পর্বে হাজির ছিলেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক।