পূর্বস্থলী 1 ব্লকের বিজেপির দুই নং মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দোগাছিয়া পঞ্চায়েতের দোগাছিয়া দোলতলায়. উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন জেলার সভাপতি রাজিব ভৌমিক, গোপাল চট্টোপাধ্যায়, মন্ডল সভাপতি নিতাই চক্রবর্তী সহ আরো অনেক. এদিন এই রক্তদান শিবিরে শক্তিনগর ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে সকল রক্তদাতাদের একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।