রামকৃষ্ণনগরে চমৎকারী পাতা বাবার আবির্ভাব,পাতা নিতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির অন্তর্গত গড়েরবন্দ এলাকায় প্রাক্তন সেনা কর্মী সত্য বাবু সিনহা মা দুর্গার আশীর্বাদ স্বরুপ পাতা দিচ্ছেন। আর সেই পাতা খেয়েই নাকি সুস্থ হচ্ছে নাকি রোগীরা। বুধবার সেই পাতা নিতে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা,শিলং সহ বরাকের বিভিন্ন এলাকা থেকে পাতা নিতে হাজার হাজার মানুষ ভিড় জমান।