পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো কেশিয়াড়ির এক গৃহবধুর। আহত হলেন মৃত গৃহবধূর স্বামী। স্বামীর চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু হলো কেশিয়াড়ির নছিপুরের বাসিন্দা লক্ষী বেরার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুর লোকাল থানার বালি হাটি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কেশিয়াড়ির নছিপুর থেকে মোটরবাইকে করে ডেবরায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে কোনো এক কন্টেনার গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় লক্ষী বেরার!