This browser does not support the video element.
গোসাবা: সোনারপুরে মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের,পাল্টা গোসাবায় তৃণমূলকে কটাক্ষ RSPর রাজ্য যুব সম্পাদক
Gosaba, South Twenty Four Parganas | Aug 25, 2025
সোনারপুরে মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে,যা নিয়ে গোসোবা থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন RSP র রাজ্য যুব সম্পাদক আদিত্য জোতদার সোমবার রাত সাড়ে ১১-৩০টায়। অভিযোগ মহিলার কাছে ৫০ হাজার টাকা তোলা চান রাজপুর সোনারপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মন্ডল। টাকার চাহিদা মেটাতে না পারলে মহিলাকে কুপ্রস্তাব দেন তৃণমূল নেতা। অভিযোগ অস্বীকার শাসক নেতার।