বিপদজ্জনক গাড়ি চালানোর অভিযোগে কলকাতা পুলিশ ভারতীয় সেনার গাড়ি আটক করে মঙ্গলবার সকালে । ভারতীয় সেনার গাড়ি আটকানোর ঘটনায় ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে প্রতিবাদ পথসভা করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কলকাতা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ভারতীয় সেনার গাড়ি অন্যায় ভাবে আটক করেছে। যা কখনোই কাম্য নয়। এদিনের এই প্রতিবাদ পথ সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো।