পূর্ব মেদিনীপুর জেলার ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হরিনা হরিজন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শুভাশীষ ভুঁইয়া বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতি, নন্দদুলাল মাইতি প্রধান ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত,স্বপন বাগ উপ-প্রধান ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত, বিভাষ বেজ সদস্য সহ পশ্চিম হরিণা প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন।