জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে গোমতী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবার কিলকারি অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপ গর্ভবতী মহিলা ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে রিয়েল টাইম সতর্কতার দেবে। এর পাশাপাশি মোবাইল অ্যাকাডেমিও পুরো জেলায় আশা কর্মীদের কর্মজ্ঞান সতেজ করতে এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর জন্য চালু করা হচ্ছে। আজ এই উপলক্ষে, গোমতী জেলার গকুলপুরস্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইন্সটিটিউটে গো একটি জেলা-স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়।