Mathurapur 2, South Twenty Four Parganas | Aug 28, 2025
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ল একটি চার চাকা হাতি গাড়ি সূত্রের খবর জানা যায় গতকাল রাত সাড়ে নটা নাগাদ ওই গাড়িটি মথুরাপুর ২ নম্বর ব্লকের আশা কিরণ হসপিটালের কাছে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে চালক গাড়িটি পাম্পের এক সাইটে দাঁড় করিয়ে রাখে পাশ দিয়ে একটি বড় ছয় চাকা গাড়ি যাওয়ার ফলে ভাইব্রেশন হয়ে ওই গাড়িটি নয়নজলিতে এসে পড়ে আর এ বিষয়ে গাড়ির চালক কি বললেন পাবলিক অ্যাপে চলুন শুনে নেওয়া যাক।