প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আজ ৬ ই সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২ টা নাগাদ আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শনিবার কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত আপাতত বীরভূমের বোলপুরের বিধায়ককে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। যদিও কিছু শর্ত মানতে হবে চন্দ্রনাথকে। প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি।