নেপালে ঘুরতে গিয়ে আটকে রয়েছে একাধিক পর্যটক উৎকণ্ঠা বাড়ছে পরিবার গুলিতে। পূর্ব বর্ধমানের একাধিক জায়গা থেকে যাওয়ার পাশাপাশি জামালপুর থেকেও একাধিক ব্যক্তি নেপালে ঘুরতে গিয়ে আটকে রয়েছে তাতে করে উৎকণ্ঠা বাড়ছে বলে জানা যায় এমন খবর ছড়িয়ে পড়তে বিধায়ক ও পাঁচরা পঞ্চায়েতের প্রধান উপস্থিত হলেন পরিবার গুলির কাছে আশ্বাস দিলেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।