শহীদ সুজয় ঘোষ ও শহীদ পলাশ ঘোষের স্মরণে রাজনগরের লাউজোড় গ্রামে মোমবাতি মিছিল করা হলো রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। কাশ্মীরে শহীদ হন বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের হরিহরপাড়ার ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। রাজনগরের লাউজোড় নেতাজি সংঘের উদ্যোগে শহীদদের স্মরণে একটি মোমবাতি মিছিল করা হলো। লাউজোড় নেতাজি সংঘের কর্মকর্তা সদস্যগণ সহ গ্রামবাসীরা এই মোমবাতি মিছিলে অংশ নিয়েছেন।