বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল মঙ্গলকোটের এক বধূ। তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, মঙ্গলকোট থানা এলাকার বছর ছাব্বিশের ওই বধূ পারিবারিক অশান্তির জেরে এদিন বিষ খায়। তারপরেই তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।