বজ্রাঘাতে আহত দুই গ্রামিবাসী। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহতরা হলেন ললিতা রায় বসুনিয়া ও শ্যামল রায় বসুনিয়া। যানা যায় এদিন সকালে ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিলো। আহত শ্যামল বাবু বাড়ির বাড়ান্দায় বসে ছিলেন এবং ললিতা দেবী গৃহস্থালির কাজে গোয়াল ঘরে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্র বিদ্যুতের তীব্র ঝলকানিতে দুজিনেই অচৈতন হয়ে পরে৷ বাড়িতেই প্রাথমিক চিকিৎসার পর শ্যামলবাবুর জ্ঞান ফিরলেও, অচৈতন্য অবস্থায় আহত ললিতা দেবী