রায়গঞ্জের বিধানমঞ্চে মঙ্গলবার সুভাষগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার জানান, প্রথম প্রজন্মের বহু ছাত্রী এখানে পড়াশোনা করছে এবং পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সমান গুরুত্ব দেওয়া হয়। হোস্টেলের সিট বাড়ানোর আশ্বাসও দেন তিনি। এদিন ছাত্রীদের নৃত্য, সংগীত ও আবৃত্তির পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।