সাম্প্রতিক কালে নদিয়ায় এই প্রথম বকেয়া প্রায় 33 লক্ষ টাকা না মেটানো জন্য কৃষ্ণনগরের তৃতীয় মুন্সেফ কোর্টের বিচারক দিব্যেন্দু দাসের আদেশে আজ রাজ্য সরকারের অধীনস্থ সেচ বিভাগের কার্যালয় জলঙ্গি ভবনের নদিয়া ডিভিশনের কার্যালয় সিল করা হলো। সকালেই বিশাল পুলিশ বাহিনী সেচ দপ্তরে এসে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী কোর্টের আধিকারিক সহ ডিগ্রী পক্ষের উকিল। সকাল থেকেই রাজ্য সরকারের দপ্তরের সিল করবার খবরে শুরু হয়ে যায় চাপানো তোর।