ভয়াবহ পথ দুর্ঘটনা ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড় সংলগ্ন ধরলা ব্রিজ এলাকায়। সোমবার রাতে তিনটি গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হয় তিন ব্যক্তি। । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি যাত্রীবাহী সরকারি বাস ও একটি ছোট চারচাকা গাড়ি ময়নাগুড়ির দিক থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল এবং একই দিকে যাচ্ছিল একটি ট্রেলার গাড়ি হঠাৎ রাজারহাট মোড় সংলগ্ন এলাকায় ট্রেলার গাড়িটি ছোট চার চাকা গাড়িটিকে পেছনদিক থেকে সজরে ধাক্কা মারে এরপর ছোট চার চাকা গাড়িটি