উত্তপ্ত ধর্মনগর, BMS বনাম বহিষ্কৃত BMS গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা, আইন-শৃঙ্খলা প্রশ্নে শহর।ধর্মনগর শহরে সোমবার বিকেলে ফের রাজনৈতিক অস্থিরতা ছড়াল। BMS ও বহিষ্কৃত BMS-এর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় সমগ্র শহরে। জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন চিকিৎসাজনিত কারণে বর্তমানে রাজ্যের বাইরে থাকলেও, তাঁর অনুপস্থিতিতে শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।ঘটনার সূত্রপাত হয় BMS-এর অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে।