স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঠপুল গঙ্গা মন্দির সংলগ্ন এলাকায় একটি নলকূপ দিয়ে বেশ কয়েকদিন ধরে দুর্গন্ধযুক্ত নোংরা জল বেরোচ্ছে এমনকি সেই জলের সঙ্গে বেরোচ্ছে আবর্জনা। জানিয়ে সমস্যায় পড়েছে এলাকাবাসীরা আরো জানান পাশে একটি নলকূপ রয়েছে সেই নলকূপ দিয়েও ঠিকঠাক ভাবে জল পড়ছে না তাই দ্রুত এই নলকূপ মেরামতির আবেদন করছে প্রশাসনের কাছে গ্রামবাসীরা।।