কালচিনি ব্লকের মালঙ্গি চা বাগানে উদ্বোধন হল মুক্ত মঞ্চের। কালচিনি বিধায়ক তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে এই মঞ্চ তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এদিন কালচিনি বিধায়ক বিশাল লামার উপস্থিতিতে উদ্বোধন হয় মঞ্চের। খুশি সাধারণ বাসিন্দারাও। বিধায়ক বিশাল লামা বলেন, "প্রতিবছরই এই এলাকায় ধুমধামের সাথে রামনবমী পালিত হয়।তবে সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করে অনুষ্ঠান হয়।ফলে সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরেই স্থায়ী মঞ্চের দাবি ছিল।অবশেষে এদিন সেটা পূরণ করতে পেরে আমিও খুশি।"