ঘটনাটি গত ২৩ শে আগস্ট এর ঘটনা এবং অসুস্থ হয়ে পড়লে ২৪ শে আগস্ট তাকে ভর্তি করে তুফানগঞ্জ হাসপাতালে। ২৫শে আগস্ট তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পড়ুয়ার পরিবারের লোকজন। জানা গিয়েছে ২৩ শে আগস্ট ওই এলাকায় খেলা অনুষ্ঠিত হয়েছিল। বাড়ির সকলে খেলা দেখতে গিয়েছিলেন এবং বাড়ি ফাঁকাই ছিল। ওই পড়ুয়া স্কুল থেকে ফেরার পথে চুপিসারে পিছু নেয় ওই অভিযুক্ত। এরপর জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।