মাথাভাঙ্গা- ২নং ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় শনিবার বিকেল চারটে তিরিশ নাগাদ বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সন্মেলন অনুষ্ঠিত হল।এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মন,বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সভাপতি সুনীল ঈশোর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সংগঠনের জেলা সভাপতি সুনীল ঈশোর জানান এদিনের বৈঠকে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।