বামনগোলা ---কংগ্রেসের তরফ থেকে ধিক্কার মিছিল, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন এ বিজেপি ও আর এস এস বর্বর রচিত হামলার প্রতিবাদে, বামনগোলা ব্লক কংগ্রেসে ও যুব কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা শনিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ কংগ্রেসের তরফে পাকুয়াহাট এলাকার রবীন্দ্রমোড় থেকে একটি র্যালি শুরু হয়। গোটা পাকুয়াহাট এলাকার পরিক্রমা করে রবীন্দ্র মোড়ে এসে শেষ হয় সেখানে কংগ্রেসের বক্তারা ধিক্কার মিছিলের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।এদিন উপস্