দার্জিলিঙে জিটিএ ও দার্জিলিং পুরসভায় বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে সব দুর্নীতির তদন্ত হবে। এবং এই দুর্নীতিতে জড়িতদের ঠিকানা হবে জেল। রবিবার 5 টা নাগাদ দার্জিলিঙে গোর্খা স্টেডিয়ামে এমনভাবেই BGPM দলকে কটাক্ষ করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। ভোট মিটলেই পাহাড়ে এই দুর্নীতি তদন্তে আসবে সিবিআই। পানীয় জল থেকে শুরু করে শিক্ষক নিয়োগ সবকিছুতেই ব্যাপক দুর্নীতি হয়েছে।