দা বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে রিলিজ না করতে দেওয়ার প্রতিবাদে পথে নামল বিজেপি। শনিবার দুপুরে মালদা শহরের একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। উল্লেখ্য, এদিনই ওই সিনেমা হল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অন্য এক বাংলা সিনেমার প্রমোশনে আসেন অভিনেতা দীপক অধিকারী ওরফে সুপারস্টার দেব। বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে এই সিনেমা দেখানোর ব্যবস্থা না করতে হবে।