সোমবার ফিতা কেটে মা ক্যান্টিন এবং ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশর। এছাড়াও ছিলেন মহকুমা শাসক বাপ্পা গোস্বামী, ভাইস চেয়ারম্যান তনু সেন ছাড়াও অন্যান্যরা। হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের পাশাপাশি শহরে গ্রামগঞ্জ থেকে আসা দরিদ্র মানুষের কথা চিন্তা করেই ৫ টাকায় পেট পুরে খাবার পাওয়া যাবে মা ক্যান্টিনে। ডাল ,ভাত, সবজি ডিম ও ডিমের ঝোল থাকবে। এছাড়া পাঁচ টাকার কয়েন দিলেই মিলছে পরিশ্রুত পানীয় জল।