অঞ্চল ভিত্তিক আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার বিকেলে সাড়ে চারটে নাগাদ সম্পন্ন হল রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। রাজনগর অঞ্চলের ১৪ টি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়ারা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি , নাচ, গান, বসে আঁকো, যেমন খুশি সাজো প্রভৃতি ১২টি ইভেন্টে অংশ নেয় খুদে পড়ুয়ারা। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃক নির্দেশিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতা ব্লক ভিত্তিক আগামী ১০ তারিখ অনুষ্ঠিত হবে