দিনহাটায় প্রধানমন্ত্রীর প্রতীকী পুতুল দহন, কংগ্রেসের তীব্র প্রতিবাদ। বিহারে প্রদেশ কংগ্রেস দফতরে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানালো ভারতীয় জাতীয় কংগ্রেস। এই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতীকী কুশপুত্তলিকা দাহ করার ঘটনা ঘটে।শুক্রবার রাত ৯টার দিকে দিনহাটা শহরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ভারতীয় জাতীয় কংগ্রেসের দিনহাটা মহকুমা কমিটি। বিহারে বিরোধী দলীয় দফতরে হামলাকে কেন্দ্র করে দেশজুড়ে চলা রাজনৈতিক উত্তাপ স্থানীয় স্তরেও পৌঁছেছে।