শনিবার হুগলির বৈদ্যবাটি পৌর এলাকায় উদ্বোধন হলো MOVABLE RRR অর্থাৎ (Reduce • Reuse • Recycle) CENTER. প্রসঙ্গত ২০২৪ সালের মার্চ মাসে এই অভিনব RRR CENTER এর উদ্বোধন হয়। তবে এই RRR CENTER শুধুমাত্র একটি জায়গায় না হয় 'Movable' হাওয়ায় খুশি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক, পৌর প্রধান, উপ পৌর প্রধান, স্যানিটারি ইন্সপেক্টর এবং অন্যান্য পৌর সদস্যরা ও বহু বিশিষ্ট ব্যক্তিরা।