দুই পরিবারের মধ্যে পুরানো আক্রোশের জেরে মারধরের ঘটনায় আহত হলেন উভয় পক্ষের দুইজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ হাড়োয়া ব্লকের ব্রাহ্মণচক এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় দুই পরিবারের মধ্যে পুরানো আক্রোশের জেরে দুই পক্ষ মারপিটে জড়িয়ে পড়ে ঘটনায় আহত হয় উভয় পক্ষের দুইজন।তাদেরকে উদ্ধার করে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।