৫ দফা দাবি নিয়ে গড়বেতাতে মিছিল করে BDO অফিসে স্মারকলিপি প্রদান করল CPI(M)।পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে মিছিল করে BDO অফিসে স্মারকলিপি প্রদান করল CPI(M) এর নেতাকর্মীরা, এইদিন গড়বেতা এরিয়া কমিটির উদ্যোগে জব কার্ডের কাজের অধিকার, একশ দিনের কাজ চালু করা, গৃহীন মানুষদের আবাস যোজনার ঘর প্রদান,।