ভাতারের ধান্দলসা গ্রামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্ত তুলে দেয়া হল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল হাতে । কর্মসূচি চলল শনিবার দুটো ৪০ মিনিট পর্যন্ত। ভাতারের ধান্দলসা গ্রামে রয়েছে কাপাসি কন্ট্রাকশন এন্ড ইলেকট্রিক কোম্পানি। যাদের উদ্যোগে আজ অর্থাৎ শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রায় সত্তর জন রক্তদাতা রক্ত দান করেন এই শিবিরে।