রসকুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যসামগ্রী চুরি ও অনিয়মের অভিযোগে উত্তাল গ্রামবাসীরা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের সাহাপুর ১ গ্রাম পঞ্চায়েতের রসকুরা গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে খাদ্যসামগ্রী চুরির অভিযোগ তুলে লাগাতার বিক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, গত কয়েকমাস ধরে শিশুদের খাবার দেওয়া বন্ধ রয়েছে এবং দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে অনিয়ম চলছে।