এলাকার মানুষকে গ্রন্থাগার মুখী করতে দক্ষিণগ্রাম তরুণ সংঘ রুরাল লাইব্রেরী থেকে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত হল পদযাত্রার। শুক্রবার সকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রামে এই পদযাত্রার আয়োজন করা হয়। মূলত বীরভূম জেলা স্থানীয় গ্রন্থাগার কৃতকের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের সহায়তায় ৩১ আগস্ট রবিবার সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হবে জেলা গ্রন্থাগারের অনুষ্ঠান ভবনে।