গোসবা ব্লকের বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মন্মথনগর FP স্কুলে ৬৩,৬৪এবং ৬৬নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন গোসাবার joint বিডিও বিধান মৃধা ।উপস্থিত ছিলেন বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুন্না সরকার মন্ডল উপপ্রধান আজমিরা মিদ্দে সহ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা।