মেখলিগঞ্জের রানীরহাটে হদিস মিললো পাকিস্তানি টাকার। চাঞ্চল্য ছড়াল জেলা জুড়ে। জানা গেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে রানীরহাট বাজারে এক দোকানদার একটি ১০০ টাকা ও একটি ১০ টাকার পাকিস্তানি নোট কুড়ে পায়। রাতে চুপচাপ থাকলেও বুধবার সকালে ওই দোকানদার এলাকার লোকজনদের জানায়। এতেই হইচই শুরু হয়েছে। কিভাবে পাকিস্তানি টাকা আসলো রানীরহাটে? তা ঘিরেই কৌতূহল যেমন বেড়েছে তেমনি উদ্বেগও ছড়িয়েছে।