বাস না আসায় ডাম্পার গাড়িতে তুলে দিয়ে স্কুলে পাঠাতে গিয়ে দুর্ঘটনায় আহত হল নাগরাকাটা ব্লকের সেন্ট ক্যাপাটিনিও স্কুলের ২৭ জন ছাত্রী।শনিবার সকাল দশটা দুর্ঘটনাটি ঘটেছে থালঝোরা বাজারের কাছে ১৭ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে এদিন স্কুলের বাস খারাপ হয়ে যাওয়ায় বাস আসেনি। তাই চাবাগান কতৃপক্ষ একটি ট্রাক ও একটি ভুটান থেকে আসা ডাম্পার গাড়িতে ছাত্রীদের তুলে দেয়। খারাপ রাস্তার উপর দিয়ে যেতে থালঝোরা বাজারের কাছে গিয়ে ডাম্পারটি আচমকাই ব্রেক কষে দেয়।