আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিনপুর 2 ব্লকের আমলাতোড়াতে হল বিজেপির বুথ কমিটি যাচাইকরনের কাজ। উপস্থিত ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত। বৃহস্পতিবার বিকেল নাগাদ বিনপুর 2 ব্লকের এড়গোদা অঞ্চলের আমলাতোড়াতে এই কর্মসূচি আয়োজিত হয়। জানা গেছে আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটি যাচাইকরন ও কর্মীদের নিয়ে আলোচনা সারেন জেলা সভাপতি।