ডোমকলে সিপিআইএম-এর ১৬ দফা দাবি ঘিরে বিক্ষোভ মঙ্গলবার বিকেলে ১৬ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নামল সিপিআইএম। ডোমকল পার্টি অফিস থেকে মিছিল বের করে গোটা বাজার এলাকা পরিক্রমা করে তারা পৌঁছায় ডোমকল বিডিও অফিসে। সেখানে অনুষ্ঠিত হয় অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়া। দাবিগুলির মধ্যে অন্যতম— ১০০ দিনের কাজ সকলকে নিশ্চিতভাবে দিতে হবে।