হাড়দা অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল এছাড়াও ছিলেন বিনপুর 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ, হাড়দা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সূপর্ণা মুর্মু ।মঙ্গলবার বিনপুর 2 ব্লকের হাড়দা গ্ৰাম পঞ্চায়েতের রঘুনাথপুরে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এদিনের ক্যাম্পে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দুপুর নাগাদ ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা শাসক, সুনীল আগরওয়াল, বিডিও সুমন ঘোষ।