মঙ্গলবার বিকেল চারটে ত্রিশ মিনিটের সময় থেকে স্কুল স্মাইল আর্টের উদ্যোগে, তেহট্ট হাই স্কুল পাড়ায় শুরু স্কুল স্মাইল আর্টের ছাত্র-ছাত্রীদের নিয়ে, পদযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হল, স্কুল স্মাইল আর্টের বাৎসরিক চিত্র প্রদর্শনী। বাৎসরিক চিত্র প্রদর্শনী টি মঙ্গলবার বিকেল চারটে ত্রিশ মিনিটের সময় শুরু হয়েছে চলবে আগামী ২৮ শে আগস্ট বৃহস্পতিবার রাত্রি নটার সময় পর্যন্ত।