গত দুদিনের বৃষ্টিতে গলসি এলাকার ধানের জমি জলের তলায়। বিঘের পর বিঘে চাষ জমি জলে তলায় থাকার কারণে গাছ পচে নষ্ট যাওয়ার ভয় চাষীদের। গলসি ২ নম্বর ব্লকের কুড়মুনা, চন্দনপুর গ্রামের মাঠে জল জমে থাকার কারণে ধান গাছের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না বলে জানান চাষিরা। এমনিতেই এ বছর বর্ষায় দেরি করেই চাষ করা হয়েছিল বলে দাবি চাষীদের।এলাকায় শনিবার সকাল থেকে বৃষ্টি কম হলেও বেলা বারোটা থেকে পুনরায় বৃষ্টি শুরু হয়ে যায় চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা চাষিদের।