একের পর এক অভিযোগ উঠছে সামসির সমাজসেবা নার্সিংহোম নামে বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেনি য়াম চিকিৎসায় গাফিলতি একাধিক অভিযোগ তুলেছেন রোগী ও তার পরিবারবর্গ।দিন কয়েক আগেই ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়।যাকে কেন্দ্র করে প্রশাসনের কাছে অভিযোগ করতেই জেলাশাসক ও জেলা মুখ স্বাস্থ্য আধিকারিক এর নির্দেশ মত জেলা প্রশাসনের একটি দল এই নার্সিংহোমে পৌঁছায়। সমস্ত তথ্য সংগ্রহ করে এই নার্সিংহোমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস বার্তা আধিকারিকদের।