রাজ মিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম রামযান আনসারি।তার বাড়ি পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি এলাকার কুলডি গ্রামে।সে সোমবার আদ্রার পাঁচুডাঙ্গাতে রাজমিস্ত্রীর কাজ করছিল।ঐ সময় বিদ্যুৎপৃষ্ঠ হলে গুরুতর আহত হয় সে।স্থানীয়রা তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।