ডুয়ার্সের বন্ধ চা বাগানের প্রশ্ন শুনেই এড়িয়ে গেলেন রাজ্যের কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানা গিয়েছে বিনা নোটিশে বৃহস্পতিবার রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে গেছে ডুয়ার্সের তিনটি চা বাগানকর্তৃপক্ষ। ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত একই মালিকানাধীন রেডব্যাংক চা বাগান,সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুর্চি চা বাগান বন্ধ করে রাতের অন্ধকারে পালিয়ে গেছে মালিক কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই তিনটি বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে