বুনিয়াদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সরাইঘাট প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ পরিদর্শনে যান বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার। বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ঘোষণা করেছে। যে কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষেরা নিজ এলাকার সমস্যার কথা নিজেরাই বলে তা সমাধান করতে পারবে।