বিশেষ ভাবে আয়োজিত আধার ক্যাম্পে মানুষের ঢল। শনিবার বিনপুর 2 অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের বাঁশপাহাড়ী কে পিএসসি হাইস্কুল এবং লালডাঙ্গা হাইস্কুলে হল বিশেষ আধার ক্যাম্প। এই ক্যাম্পে ১৮ বছর বয়স পর্যন্ত নতুন আধার কার্ড তৈরি, সমস্ত ধরনের বায়োমেট্রিক, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, বয়স সংশোধন করা হয় বলে জানা গেছে। এদিন দুপুর নাগাদ ব্লকের দুটো জায়গায় আয়োজিত ক্যাম্প পরিদর্শন করেন বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার।