চেলাগাং নাকা চেকিং এ যানবাহন চেকিং নিয়ে পুলিশের সাথে সাধারণ জনগণের বাকবিতন্ডা। অভিযোগ পুলিশ সাধারণ জনগণকে ফাইন করলেও রাজনৈতিক নেতৃত্ব কিংবা সরকারি আধিকারিকের যানবাহন গুলি যেগুলির বৈধ কাগজপত্র নেই তাদের ফাইন করছে না। সেই নিয়ে এলাকার জনগণ পুলিশের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়।