ভোলের টান যেন ডেকেছে হৃদয়কে। হলদিয়ার যুবক প্রদীপ সামন্ত সব ছেড়ে একলা সাইকেলে পাড়ি দিচ্ছেন কেদারনাথের পথে শুধু মানসিক শান্তির খোঁজে। জীবনের সবটা সময় শুধু কাজের ভিড়ে কাটিয়েছেন তিনি। এখন মনে হচ্ছে, “নিজের জন্য কি কখনও সময় দিলাম?” উত্তর খুঁজতে তাই পকেটের টান মেনেও সাইকেলকে সঙ্গী করে শুরু করলেন দীর্ঘ তীর্থযাত্রা। রওনা হওয়ার পথে দুর্গাপুরের ইন্দো–আমেরিকান মোড়ে এসে ক্লান্ত শরীর থেমে গেল শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময়। ঠিক তখনই পথের ধারে এক আখের রস