শনিবার সকালে বিশালগড় করইমুড়া তেবাড়িয়া এলাকায় হুসেন মিয়া মাঠে গরু চরাতে গিয়ে একাধিক ব্যক্তির হাতে আক্রান্ত হয় তাকে বাঁচাতে যায় তার ভাই বাপন মিয়া তার উপরও আক্রমণ করে এলাকার ফরিদ মিয়া, মিটন মিয়া, টোটন মিয়া, রিপন মিয়া, আলামিন হোসেন এবং উজ্জ্বল হোসেন। পরবর্তী সময়ে আক্রান্ত পরিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।